র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ সালমান এফ রহমানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫২ পিএম, ৪ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০১:৫৯ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
র্যাবের ওপর দেয়া মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে দেশটির উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনারকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। সফরকালে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে মার্কিন নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে নিষেধাজ্ঞা তুলে নিতে তিনি এ অনুরোধ করেন বলে আজ শনিবার।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। বৈঠকে উপদেষ্টা জন ফিনার গত পাঁচ দশকে বাংলাদেশ-মার্কিন সম্পর্কের দৃঢ়তার স্বীকৃতি দেন। এ সময় সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে গত ১৪ বছরে বাংলাদেশের আর্থসামাজিক ও মানব উন্নয়নে অসাধারণ সাফল্য সম্পর্কে মার্কিন উপদেষ্টাকে অবহিত করেন এবং এ অর্জনগুলোতে যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
জন ফিনার সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা স্বীকার করেন। এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের উদারতার প্রশংসা করেন। তিনি সুশাসন, শ্রম এবং মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন।
সালমান এফ রহমান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের দেশে শ্রম ও মানবাধিকারের ক্রমাগত উন্নতির জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপগুলোকে যথাযথভাবে স্বীকৃতি দেয়া উচিত। বৈঠকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফেরানোর ক্ষেত্রে মার্কিন উপদেষ্টার সহযোগিতা চান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। পাশাপাশি তিনি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা ও রাজনৈতিক সমর্থন দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।