গ্যাস-বিদ্যুতের দাম বাড়লেও সহনীয় থাকবে : নসরুল হামিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৫ পিএম, ২ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:১০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
গ্যাস-বিদ্যুতের দাম বাড়লেও তা সহনীয় পর্যায়ে থাকবে বলে আবারও আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। জ্বালানি পণ্যের দাম বাড়লেও বড় কোনো চাপ তৈরি করবে না বলেও দাবি করেন তিনি।
আজ বৃহস্পতিবার (২ জুন) সকালে প্রেসক্লাবে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে মূলত গ্যাস-বিদ্যুতের দাম না বাড়িয়ে এ খাতের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান জানায় ক্যাব। এর পক্ষে নিজেদের যুক্তি তুলে ধরেন জ্বালানি খাতের বিশ্লেষকরা।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া সরকারের কোনো উপায় নেই। তবে দাম সহনীয় পর্যায়ে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।