ঠাকুরগাঁওয়ে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ২৭ আগ্নেয়াস্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৫ পিএম, ১৭ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:৪৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ঠাকুরগাঁও পৌর এলাকার আশ্রমপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ২৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে মো হানিফের নির্মাণাধীন ভবন থেকে সেগুলো উদ্ধার করা হয় বলে ঘটনাস্থল থেকে জানান জেলা পুলিশ সুপার মোহম্মদ জাহাঙ্গীর হোসেন।
তিনি জানান, ভবনের নির্মাণকাজের সময় শ্রমিকরা মাটি খুঁড়লে অস্ত্র দেখতে পান। তারাই পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ২৭টি আগ্নেয়াস্ত্র পায়। আরও অস্ত্র আছে কি না তা বের করতে পুলিশ কাজ করছে।
এসপি আরো বলেন, ভবন মালিক হানিফের কাছে খবর পাঠানো হয়েছে। আমরা তার জন্য অপেক্ষা করছি। অস্ত্রগুলো পরিত্যক্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল।
নির্মাণাধীন ভবনের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বহু বছরের পুরোনো ভবন ভেঙে সেখানে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা নাজির হাওলাদারের বাড়ি ছিল সেটি। তার উত্তরসূরিদের কাছ থেকে পুরোনো ভবন কিনে সেখানে নতুন করে বাড়ি বানাচ্ছেন মো; হানিফ।