প্রধানমন্ত্রীর শিডিউল পেলেই আ’লীগের সহযোগী সংগঠনের সম্মেলন : কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৪ পিএম, ১০ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:৩০ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ কার্যালয়ে দায়িত্বপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে শিডিউল নেবেন। শিডিউল অনুযায়ী সম্মেলনের তারিখ নির্ধারিত হবে।’
আজ মঙ্গলবার (১০ মে) দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সংবিধানের বাইরে কোনো কিছু হবে না। তিনি দরকাষাকষি না করে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের অনুরোধ করেন।
কাদের বলেন, ‘নিজেদের অস্তিত্ব রক্ষা করতেই বিএনপি নির্বাচনে আসবে। এর কোনো বিকল্প নেই।’
ইভিএমএ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে কারচুপি রোধে তিন শ’ আসনে ইভিএমএ চেয়েছে আওয়ামী লীগ।’