পূর্ব ঘোষণায় আজ থেকে গ্যাস বন্ধ হয়েছে সাভারসহ দেশের বিভিন্ন জেলায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৯ পিএম, ৪ মে,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:৫২ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ঈদ মানে আনন্দ আর ঈদ মানেই খুশি। ঈদের এই আনন্দ আরো বেশি বাড়িয়ে দেয় বাহারি রকমের রান্না করা খাবার। কিন্তু এবারের ঈদে গ্যাস না থাকায় বাহারি রকমের খাবার রান্না করতে না পারায় আশুলিয়াবাসীর সেই আনন্দ ম্লান হয়ে গেছে। বিকল্প ব্যবস্থায় অপরিহার্য রান্নার কাজটি সারছেন তারা।
আজ বুধবার ঈদের দ্বিতীয় দিন শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
আশুলিয়ার জিরানী বাজার এলাকার গৃহিণী রোকসানা আক্তার বলেন, ‘আমরা ফ্ল্যাট বাসায় থাকি। নিয়মিত গ্যাস পেলেও ঈদের পরের দিন সকালে রান্না করতে গিয়ে দেখি চুলা জ্বলছে না। ঈদের পরের দিন আজ আত্মীয়-স্বজন আসবে, ভালো রান্না করতে হবে। কিন্তু বুঝতে পারছি না কি করবো। ফ্ল্যাট বাসায় থাকার কারণে বিকল্প ব্যবস্থাও করতে পারছি না।’
টেংগুরি এলাকার আরেক বাসিন্দা হজরত আলী জানান, ঈদের সময়ে গ্যাস সরবরাহ লাইনে কাজ করা মোটেও ভালো কাজ নয়। এটা মানুষদের কষ্ট দেয়া ছাড়া কিছু নয়। এতে তাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।
ভাদাইল এলাকার বাসিন্দা রেশমি আক্তার জানান, গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তাই বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে ইট দিয়ে চুলা বানিয়ে লাকড়ি দিয়েই কোনোমতে রান্না চালিয়ে নিচ্ছি। কিন্তু ঈদের পরের দিন আজ বাসায় মেহমান আসছে, তাদের সকলকে ভালো কিছু রান্না করতে হবে এটাই স্বাভাবিক। কিন্তু গ্যাস না গ্যাস না থাকায় অনেক কষ্ট হচ্ছে। ইচ্ছেমতো রান্না করতে পারবো না। এই সময়ে গ্যাস বন্ধ রাখা ঠিক হয়নি বলেও তিনি যোগ করেন।
পানধোয়া এলাকার গৃহিণী আনোয়ারা বেগম জানান, সকাল থেকে একে তো বৃষ্টি, আবার গ্যাস নেই। বিকল্প জ্বালানি দিয়ে রান্না করেছি, শেষ করতে পারবো কি না জানি না।
উল্লেখ্য, ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিজ্ঞপ্তি দিয়েছিল তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: কর্তৃপক্ষ।
এ ব্যাপারে বক্তব্য নিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক আবু সাদাত মো: সায়েমের মুঠোফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।