নিউমার্কেটের সংঘর্ষে বিএনপি নেতারা ঘি ঢেলেছে : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৩ পিএম, ২৬ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:৪০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় যারাই জড়িত থাক এবং সে যে দলেরই হোক তার বিচার হবে। তবে স্থানীয় বিএনপি নেতারা এ ঘটনায় ঘি ঢেলেছে এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকেদের এ কথা বলেন তিনি।
বিএনপির আন্দোলন দমাতে সরকার পরিকল্পিতভাবে নিউমার্কেটের ঘটনা ঘটিয়েছে এমন অভিযোগ ভিত্তিহীন, কেননা সরকার বিএনপির আন্দোলনে ভয় পায় না বলেও জানান তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, সরকার চায় বিএনপি জনগণের ইস্যু নিয়ে গণতান্ত্রিক আন্দোলন করুক, সরকারের গঠনমূলক সমালোচনা করুক কিন্তু তাদের আন্দোলন যেন শুধু তারেক জিয়া-বেগম জিয়া কেন্দ্রিক না হয়।
বিএনপির আন্দোলন কোন ঈদের পর হবে তা দেখার জন্য অপেক্ষা করছে সরকার। সরকারের বিরুদ্ধে আন্দোলন করার সক্ষমতা বিএনপির আছে কি না তা দেশবাসীও দেখতে চায় বলে জানান তিনি।