হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় খোলা থাকবে শনিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৮ পিএম, ২১ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:১৭ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বেতন-ভাতাদি দিতে আগামী শনিবার (২৩ এপ্রিল) হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় খোলা রাখতে নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বুধবার (২০ এপ্রিল) উপহিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন-১) এস. এম. নিয়ামুল পারভেজ স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়।
আদেশে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের স্মারক মোতাবেক হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় ও এর আওতাধীন চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিস, ডিসিএ, ডিএএফও এবং ইউএও অফিসগুলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেতন, উৎসব ভাতা, অন্যান্য বিল ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা/কর্মচারীদের এপ্রিলের অবসর ভাতা দেয়ার জন্যে শনিবার (২৩ এপ্রিল) অফিস খোলা রাখার জন্য আদিষ্ট হয়ে নির্দেশ প্রদান করা হলো। এর আগে, গত ১০ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের ট্রেজারি ব্যবস্থাপনা অধিশাখার উপসচিব এএসএম লোকমান স্বাক্ষরিত এক আদেশ ২৫ এপ্রিলের মধ্যে বেতন-ভাতাদি হিসাব মহানিয়ন্ত্রক, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এবং বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালককে (অর্থ) এই চিঠিটি পাঠিয়েছিল অর্থ বিভাগ। আদেশে অর্থ বিভাগ জানিয়েছিল, সরকারি বর্ষপঞ্জি অনুযায়ী ৩ মে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীদের এপ্রিলের বেতন-ভাতাদি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের চলতি মাসের অবসর ভাতা ২৫ এপ্রিলে প্রদান করা হবে। আদেশে আরও জানানো হয়, বাংলাদেশ ট্রেজারি রুলসের অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস (এস.আর) ১১৩(২)-তে প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়।