জমিতে সেচ দেয়ার সময় বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৫ পিএম, ১২ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:০০ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
নওগাঁর পোরশা সীমান্ত থেকে মামুন (৩৬) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে নিয়ে গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার ঢাকাবিল এলাকায় সীমান্তের ২৩১/৭ এস পিলারের কাছে কৃষক মামুন বোরোক্ষেতে পানি সেচ দেয়ার সময় ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ব্যক্তিরা। মামুন পোরশা উপজেলার নীতপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর কুলাডাংগা গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মামুন ভারতীয় সীমান্তের ২৩১/৭ এস পিলারের ঢাকাবিল এলাকায় তার নিজ বোরোক্ষেতে সেচ দিচ্ছিলেন। এ সময় টহলরত ভারতীয় ১৫৯ কেদারাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যান। বিজিবি-১৬ হাঁপানিয়া ক্যাম্পের নায়েব সুবেদার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শুনেছি মামুন তার জমিতে সেচ দিচ্ছিলেন। এ সময় সীমান্তের শূন্যরেখার কাছে চলে গেলে টহলরত ভারতের কেদারাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা মামুনকে আটক করে নিয়ে যান। এ বিষয়ে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আসাদুজ্জামান বলেন, ওই কৃষককে ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। আশা করছেন, পতাকা বৈঠকের মাধ্যমে খুব শিগগির ওই কৃষককে বাংলাদেশে ফেরত আনা যাবে।