নারী কেলেঙ্কারী, সেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্লোজড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৯ পিএম, ১০ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ০৬:১৪ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
টাঙ্গাইলের বাসাইলের সদ্যবদলি হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাম্প্রতিক যোগদানকারী করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেনকে ক্লোজড করেছে জনপ্রশাসন মন্ত্রানালয়।
গতকাল শনিবার (৯ এপ্রিল) বিকালে করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়া করিমগঞ্জ নির্বাহী কর্মকর্তা পদে অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছেন।
সহকারী কমিশনার ভূমি উম্মে হাফসা নাদিয়া বলেন, আমি যতদুর শুনেছি করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রানালয় ক্লোজড করেছেন। তিনি জেলা প্রশাসক মহোদয়ের নিকট হতে রিলিজ নিয়ে চলে গেছেন।
জানা গেছে, মনজুর হোসেন (১৭৩৩০) ৩৩তম বিসিএস, টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা থাকাকালীন সময়ে মির্জাপুর থানার অন্তর্গত এক কলেজছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে।
এনিয়ে উক্ত ছাত্রী সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রানালয়ে একটি অভিযোগ পত্র দায়ের করে। তা বিরুদ্ধে আনীত অভিযোগে স্মারক নং-০৫.৪১.৯৩০০.০০৩.০৭.০০৩.২০- ১০৪ এর ভিত্তিতে জেলা প্রশাসকের কার্য্যালয়, টাঙ্গাইল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর গোপনীয় শাখা গত ৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় এর তদন্তকার্যে উক্ত ছাত্রী ও অভিযুক্ত ইউএনও মনজুর হোসেনকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। আর সেদিন থেকে তিনি করিমগঞ্জ আসেনি।'
এ কেলেঙ্কারির ঘটনায় বিভিন্ন জাতীয় দৈনিক প্রিন্ট মিডিয়ায় এবং অনলাইনে ফলাও করে ছাপা হলে সারাদেশে তোলপাড় শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রানালয় তাকে ক্লোজড করে।