বিএনপির মুখে গণতন্ত্র মানায় না : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৩ পিএম, ১ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:০৭ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা অগ্নিসন্ত্রাস, নাশকতা করে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে, সেই বিএনপির মুখে গণতন্ত্র মানায় না। তাদের এই ঐক্যজোট এখন জটে পরিণত হয়েছে। আর সেই জট থেকে তারা নিজেরাই বের হতে পারছে না।
আজ শুক্রবার (১ এপ্রিল) সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কিছু জনবিচ্ছিন্ন, জনগণ প্রত্যাখ্যাত তথাকথিত নেতা একসঙ্গে হয়ে কিছু চাইলেই সেটি হবে, এটি কখনও হয় না। পৃথিবীতে এমন কিছু হয়েছে তার নজির নেই। কোনো আন্দোলন করতে হলে সেখানে জনগণের দাবি না হলে, সেই দাবি এগোতে পারে না।
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ডা. সেলিম মাহমুদের রত্নগর্ভা মা শাহজাদি বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অংশগ্রহণ করেন। এতে অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ।