২৬শে মার্চ থেকে অনলাইনে মিলবে ট্রেনের টিকেট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৬ পিএম, ২৫ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:৫৬ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বাংলাদেশ রেলওয়ের সব আন্তঃনগর ট্রেনের টিকেট আগামীকাল ২৬শে মার্চ থেকে অনলাইনে পাওয়া যাবে।
গতকাল বৃহস্পতিবার ট্রেনের টিকেট ইস্যু সংক্রান্ত বাংলাদেশ রেলওয়ের গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৬শে মার্চ সকাল ৮টা থেকে কাউন্টারের পাশাপাশি অনলাইনে (eticket.railway.gov.bd) পোর্টালের মাধ্যমে ইস্যু করা হবে।
উল্লেখ্য, গত ২১শে মার্চ থেকে বাংলাদেশ রেলওয়ে কাউন্টার থেকে হাতে লিখে টিকেট বিক্রি করছে। নতুন সংস্থার কাছে টিকেট বিক্রির দায়িত্ব দেয়ার প্রক্রিয়া চলায় অনলাইনে টিকেট বিক্রি বন্ধ রয়েছে।