ভারত ও মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রেখেই আমরা সমুদ্রসীমা অর্জন করেছি - প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩০ পিএম, ৬ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৭:৪১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেরিন ফিশারিজ একাডেমির চৌকস প্রশিক্ষিত ক্যাডেটরা সুনীল অর্থনীতিতে অবদান রাখার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে নতুন দ্ধার উন্মোচন করবে।
তিনি আজ রবিবার সকালে মেরিন ফিশারিজ একাডেমি, চট্টপ্রাম এর ৪১তম ব্যাচের ক্যাডেটদের "মুজিববর্ষের পাসিং আউট প্যারেড-২০২১ ইংতে ভার্চুয়াল বক্তব্যে মাধ্যমে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রেখেই আমরা সমুদ্রসীমা অর্জন করেছি। আমরা সমুদ্র সম্পদ ব্যবহার করে অর্থনীতিকে মজবুত, গতিশীল করতে উদ্যোগ নিয়েছি।
চট্টগ্রামের কর্ণফুলি থানার জুলধা এলাকায় মেরিন ফিশারিজ একাডেমিতে অনুষ্ঠিত একাডেমির ৪১তম পাসিং আউট প্যারেডে আউট ব্যাচের ক্যাডেট কর্তৃক প্রধানমন্ত্রীকে সম্মানি সালাম প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম। স্বাগত বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ভ. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
এ বছর একাডেমির ৪১তম ব্যাচে নটিক্যাল বিভাগে ৩৩ জন, মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩১ জন এবং মেরিন ফিসারিজ বিভাগে ২০ জন ক্যাডেট সহ সর্বমোট ৮৪ জন নারী ও পুরুষ ক্যাডেট পাসড আউট হয়।
প্রধানমন্ত্রীর পক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সাফল্যের স্বীকৃতি স্বরূপ পুরস্কার হিসেবে ক্যাডেটদের মধ্যে পদক বিতরণ করেন। এ বছর ৪১তম ব্যাচের ক্যাডেটদের মধ্যে সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে নটিক্যাল স্টাডিজ বিভাগের ক্যাডেট এইচ এম বেনজির আহমেদ বেস্ট অলরাউন্ডার গোল্ড মেডেল পেয়েছেন।
তিন বিভাগের সর্বোচ্চ মান অর্জনকারী ক্যাডেট হিসেবে নটিক্যাল বিভাগ হতে ক্যাডেট আসিফ আলম দর্পন, ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে ক্যাডেট মোঃ আরিফুল ইসলাম ও মেরিন ফিশারিজ বিভাগ হতে ক্যাডেট আব্দুর রহমান আল ওয়াদুদ "বেস্ট ইন প্রফেশনাল ট্রেনিং সিলভার মেডেল' পদক পেয়েছেন।
এছাড়াও মহিলা ক্যাডেটদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা ক্যাডেট হিসেবে মেরিন ফিশারিজ বিভাগের ক্যাডেট রূপায়দা রহমান 'বেস্ট ফিমেইল ইন প্রফেশনাল ট্রেনিং সিলভার মেডেল পেয়েছেন।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী নম্পদ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌপরিবহন মন্ত্রনালয়, নৌ পরিবহণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, মার্কেন্টাইল মেরিন ট্রিপার্টমেন্ট, সরকারি শিপিং অফিসসহ অন্যান্য মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।