বাংলাদেশিদের দুইদিন থাকতে দেবে রোমানিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৯ পিএম, ২৫ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:৩১ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের দুইদিন থাকার ব্যবস্থা করতে রাজি হয়েছে রোমানিয়া সরকার।
আজ শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রী জানান, ইউক্রেনের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যারা আছেন তারা রোমানিয়ায় যেতে পারেন। রোমানিয়া সরকার দুইদিনের থাকার ব্যবস্থা করবে এবং তারপর বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে রেখে তাদের বাংলাদেশে আসার ব্যবস্থা করা হবে।
রোমানিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে আরও বিস্তারিত নোটিশ আকারে প্রকাশ করবে বলেও জানান শাহরিয়ার আলম।