শেখ হাসিনার নেতৃত্বে পুরো দেশ বদলে গেছে : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৯ পিএম, ২৩ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৩১ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারের আমলে গত ১৩ বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় সাড়ে ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। মানুষের ক্রয় ক্ষমতা ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা একসময় বলতাম শ্রমিকের মজুরি হতে হবে সাড়ে ৩ কেজি চালের মূল্যের সমান, এখন একজন শ্রমিক যে মজুরি পান প্রতিদিন সেই মজুরি দিয়ে ১২ কেজি চাল ক্রয় করতে পারে। শেখ হাসিনার নেতৃত্বে পুরো দেশ বদলে গেছে। প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। যে মানুষটি ১২-১৩ বছর আগে বিদেশ গেছে তারা এসে দেশ চিনতে পারেন না। সমগ্র পৃথিবী এটির প্রশংসা করছে। জাতিসংঘের মহাসচিব, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এদেশের উন্নয়নের প্রশংসা করছেন। কিন্তু মির্জা ফখরুল ইসলামরা কিছুই দেখতে পায় না।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতে দুটি বাংলাদেশ চলচিত্র উৎসবে যোগ দিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীররাই এ দেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছেন বলে মন্ত্রী অভিযোগ আনেন। তিনি বলেন, ‘তারা যখন ক্ষমতায় ছিল নিজেদের আখের গুছিয়েছে। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে নিয়ে গেছে। এই টাকা দিয়ে তারেক জিয়া বিলাসবহুল জীবন যাপন করছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা যদি অপরাজনীতি না করতো, সবকিছুতে না মরার রাজনীতি না করতো তাহলে দেশ আরো এগিয়ে যেতো।’
তিনি ২৩শে ফেব্রুয়ারি থেকে ২৫শে ফেব্রুয়ারি ত্রিপুরার আগরতলায় ২য় বাংলাদেশ চলচিত্র উৎসব এবং ২৪শে ফেব্রুয়ারি থেকে ২রা মার্চ পর্যন্ত আসামের গোয়াহাটিতে প্রথম বাংলাদেশ চলচিত্র উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ভারত যাওয়ার পথে স্থলবন্দরে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পুষ্পমাল্য দিয়ে মন্ত্রীকে স্বাগত জানান।