দায়িত্ব পালন করতে গিয়ে কিছু ভুল হয়েছে : সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩০ পিএম, ১৪ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৮:০৭ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
গত পাঁচ বছরে নির্বাচন কমিশনার হিসেবে কাজ করতে গিয়ে হয়তো ছোটখাটো কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তবে আমি এবং আমার কমিশন চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করতে।
আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের লেকভিউ চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলন সিইসি এই কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা আমাদের সময়ে নানা ধরনের কার্যক্রম হাতে নিয়েছি। কিছু কিছু কাজে আমরা সফল হইনি। কারণ করোনায় গত ২টি বছর আমরা পিছিয়ে গেছি। তারপরেও আমাদের চেষ্টা ছিলো। শতভাগ সাফল্য কেউ দেখাতে পারেনি।
বিফলতা প্রসঙ্গে তিনি বলেন, গত পাঁচ বছরে অনেক মানুষ মারা গেছে এটাই আমাদের প্রধান বিফলতা। তিনি বলেন, আমরা এই পাঁচ বছরে দেশের জাতীয় সংসদের নির্বাচনসহ প্রায় ৬ হাজার ৬৯০ টি নির্বাচন করেছি। এতো নির্বাচনের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে।
রাজনৈাতিক দল গুলোর আস্থা অর্জন করতে চেষ্টা করেছি। আমরা তাদের সাথে বিভিন্ন সময়ে আলোচনা করেছি। তারা এখন আমাদের দোষ দিলে আমাদের করার কিছু নেই। তারা নির্বাচনে অংশ না নিয়ে আমাদের দোষারোপ করবেন এটা ঠিক না।
এছাড়া করোনা পজিটিভ থাকায় অপর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেনও উপস্থিত হতে পারেননি।