প্রেস ব্রিফিংয়ে ছিলেন না নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২১ পিএম, ১৪ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৫৬ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিগত ৫ বছরের কর্মকাণ্ড নিয়ে আজ সোমবার প্রেস ব্রিফিং করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। এসময় তার পাশে ছিলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও কবিতা খানম। তবে বরাবরের মতোই ব্রিফিংয়ে হাজির ছিলেন না নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
নির্বাচন কমিশনারদের মধ্যে ভিন্ন মত প্রদান করায় আলোচিত মাহবুব তালুকদার। বিভিন্ন বিষয়ে সিইসি ও তার মতবিরোধ প্রকাশ্যে এসেছে। বিদায়ী এ নির্বাচন কমিশনার আলাদা করে ব্রিফিং করবেন বলে জানা গেছে।
মাহবুব তালুকদারকে নিয়ে প্রশ্ন করলে সিইসি জানান, ‘তিনি ব্রিফিংয়ে হাজির হননি। তিনি যেহেতু এখানে নেই তাই তাকে নিয়ে কোনো কথা বলতে চাই না।’