ফোনালাপ ফাঁস, ওগুলো ‘ইনোসেন্ট কথোপকথন’ : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৫ পিএম, ১৩ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১০:৪৭ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, একটি ‘নির্দোষ কথোপকথনকে’ (ইনোসেন্ট কনভারসেশন) পুঁজি বানানোর চেষ্টা করা হচ্ছে।
আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে বার কাউন্সিলের নেতাদের কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া ২০ কোটি টাকা প্রণোদনার চেক হস্তান্তর অনুষ্ঠানে আইনমন্ত্রী এ কথা বলেন।
সম্প্রতি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সঙ্গে টেলিফোন কথোপকথনের অডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে আনিসুল হক এই জবাব দেন। তিনি বলেন, ‘যাঁরা এই অডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন, তাঁরা এতই দেউলিয়া যে একটা “ইনোসেন্ট কনভারসেশনকে” তাঁরা এখন তাঁদের পুঁজি বানানোর চেষ্টা করছেন। তার মানে হচ্ছে, তাঁদের কাছে কোনো হাতিয়ার নেই। আমার মনে হয়, এটা অবশ্যই তদন্ত করা হবে এবং এটাকে গুরুত্ব দেওয়া আমার মনে হয় সঠিক হবে না।’
আইনমন্ত্রী বলেন, আইনজীবীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালে আইনজীবীদের দুরবস্থার কথা বিবেচনা করে তাঁর ত্রাণ তহবিল থেকে ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন।
বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন আইনমন্ত্রীর কাছ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক গ্রহণ করেন। এ সময় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আইনজীবী সৈয়দ রেজাউর রহমান ও মোখলেছুর রহমান বাদলসহ বার কাউন্সিলের নেতারা উপস্থিত ছিলেন।