সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে বিশিষ্ট নাগরিকদের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৮ পিএম, ১৩ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৭:৪৯ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার পদে যোগ্য লোক খুঁজতে দ্বিতীয় দিনের মতো বিশিষ্ট নাগরিকদের মত নিতে বৈঠক শুরু করেছে সার্চ কমিটি।
আজ রবিবার বিকাল ৪ টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে বসে সার্চ কমিটি। দ্বিতীয় দিন ২৩ জন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ করে সার্চ কমিটি।
তাদের মধ্যে বৈঠকে যোগ দিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, লেফট্যানেন্ট কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর-এর ট্রাস্টি মফিদুল হক, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, সাবেক এডিশনাল আইজিপি নুরুল আলম, অধ্যাপক ড. আইনুন নিশাত, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোট-এর গোলাম কুদ্দুছ, প্রজন্ম৭১-এর আসিফ মুনির ও ডা. নুজহাত চৌধুরী প্রমুখ