সংক্রমণ কমছে, স্কুল-কলেজ খুলে দিলে সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৭ পিএম, ১২ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৪:১২ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
দেশের বর্তমান করোনা পরিস্থিত বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, এখন করোনার সংক্রমণ কমে আসছে। গতকাল শুক্রবার পর্যন্ত সারাদেশে করোনা সংক্রমণ ১৫ শতাংশ ছিল, যদিও মৃত্যুহার বেশি ছিল। যেহেতু করোনা কমে আসছে, সেহেতু সামনে স্কুল-কলেজ খুলে দিলে সমস্যা হবে না।
আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদরের গড়পাড়া এলাকার শুভ্র সেন্টারে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এই মুহূর্তে আশার কথা হলো স্কুল–কলেজের প্রায় সব শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়ে গেছে। কলেজের প্রায় ২৮ লাখ শিক্ষার্থী বুস্টার ডোজ নিয়েছেন।
জাহিদ মালেক বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সরকার ও শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে থাকে। আমাদের কাছে পরামর্শ চাইলে আমরা পরামর্শ দিয়ে থাকি। ২১ ফেব্রুয়ারির পর স্কুল–কলেজ খুলে দেওয়া হতে পারে। তবে আমাদের পরামর্শ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে যেন স্কুল–কলেজ খোলা হয়। এ ছাড়া যেসব শিক্ষার্থী টিকা নেয়নি, তারা যেন টিকা নিয়ে নেয়।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘করোনায় অনেক ছেলেমেয়ে স্কুল-কলেজে লেখাপড়া করতে পারেনি। বিশ্বে অনেক স্কুল খুলে দেওয়া হয়েছে। সেখানে ক্লাস চলছে। স্কুল-কলেজ খুলে দেওয়ার বিষয়ে আমাদের অনুমতি থাকবে।’
মন্ত্রী বলেন, ‘আমাদের দেশের ৮৫ ভাগ মানুষের টিকা নেওয়া হয়ে গেছে। তাদের মৃত্যুঝুঁকি কমে গেছে। তবু আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।’
এ সময় মানিকগঞ্জের সিভিল সার্জন মোয়াজ্জেম হোসেন খান চৌধুরী, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুতফর রহমান উপস্থিত ছিলেন।