দেশে ছেঁড়া কাপড় পরা মানুষ আর আকাশ থেকে কুড়ে ঘর দেখা যায় না : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৩ পিএম, ৫ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৯:০২ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
দেশে আজ ছেঁড়া কাপড় পরা মানুষের দেখা মেলে না। ছেঁড়া কাপড় ধোলাই করে বিক্রি হতো, আমিও সেটা পরেছি। এখন সবাই ভালো কাপড় পরে, নতুন পোশাক দেশ রপ্তানি করে। আকাশ থেকে আর কুড়ে ঘর দেখা যায় না। এসব সম্ভব হয়েছে ব্যবসায়ীদের প্রচেষ্টা আর শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেছেন।
আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই কার্যালয়ে মুজিব কর্নার ও নান্দনিক ডিরেক্টরস লাউঞ্জ উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরও বলেন, দেশের ২ কোটি মানুষের মাথাপিছু আয় এখন ১০ হাজার ডলার। সাংঘর্ষিক রাজনীতি না থাকলে দেশ আরও এগিয়ে যেতো। বিদেশিদের কাছে ছোট করার রাজনীতি না থাকলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হতো।
দেশ দ্রুত সময়ে শিল্পায়নে রূপান্তরিত হচ্ছে। আমাদের লক্ষ ২০৪১ সালে উন্নত দেশ এবং ২০৩১ সালে উন্নত মধ্যম আয়ের দেশে পরিণত হবো।