সরকারি কর্মচারীদের দাফনভাতা ১০ হাজার থেকে বেড়ে ৩০ হাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৭ পিএম, ৩১ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৫:০১ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দাফন ও অন্তেষ্টিক্রিয়ার অনুদান ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। গত ২৭ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাঈমা হোসেনের স্বাক্ষরিত এক আদেশ এ কথা জানানো হয়।
আদেশে বলা হয়, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ৩২ তম সভার সিদ্ধান্ত ও অর্থ বিভাগের সম্মতি অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীর দাফন ও অন্তেষ্টিক্রিয়ার অনুদান ১০ হাজার টাকার স্থলে ৩০ হাজার টাকায় পুনঃনির্ধারণ করা হলো।
আদেশে আরও বলা হয়, উক্ত অনুদানের ব্যয়ভার বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অনুকূলে বরাদ্দকৃত প্রচলিত বাজেট কোড থেকে নির্বাহ করা হবে।