অপচয়-দুর্নীতি আমাকে পীড়া দেয় - পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৯ পিএম, ২৮ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:৫৫ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দুর্নীতি ও অপচয় আমাকে পীড়া দেয়। টানাটানির সংসারে আমি বেড়ে উঠেছি। খুব কাছ থেকে অভাব ও অনটন গভীরভাবে দেখেছি। এ সময় দুর্নীতি ও অপচয় নিয়ে সাংবাদিকদের বেশি বেশি প্রতিবেদন করার অনুরোধ করেন মন্ত্রী।
আজ শুক্রবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ‘ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২২’ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমার রুমে দুটি টেলিভিশন কেনা। সোফা সেটও অনেক দামি। এগুলো আমাকে পীড়া দেয়। অপচয় ও দুর্নীতি নিয়ে বেশি তুলে ধরা দরকার। পাবলিক আমাদের আসল প্রভু। তথ্য প্রকাশ হলে অপচয় ও দুর্নীতিতে লিপ্ত হতে অনেকে ভয় পাবেন।’
ওয়াশিংটন ও ব্রাসেলসে শিক্ষা সফরের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘একজন কর্মকর্তা ওয়াশিংটন ও ব্রাসেলসে পাঁচ দিনের শিক্ষা সফরে যাবেন। আমার কাছে অনুমতি নিতে এসেছেন। ওয়াশিংটন ও ব্রাসেলস কীভাবে পাঁচ দিনের শিক্ষা সফর হয়। এটাও এক ধরনের অপচয়।’ ব্রিটিশরা বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে এসব ভাইরাস ছড়িয়ে গেছে।
এম এ মান্নান বলেন, ‘দরিদ্র মানুষ সে যেই হোক, স্যানিটেশন সুবিধা দিতে হবে। আমি দরিদ্র পরিবার থেকে এসেছি। কৃষক-মজুরদের প্রতি অবিচার হচ্ছে। সরকারের মূল লক্ষ্য অর্থনৈতিক মুক্তি ও জীবনযাত্রার মান উন্নয়ন করা।’
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘অপচয় ও দুর্নীতির উৎস প্রকল্পগুলো। অনেকে আমার এলাকায় মুজিব কেল্লা বানাতে চায়। নানান কারণে আমি না করেছি। প্রকল্প ম্যানেজমেন্টে ইম্প্রুভমেন্ট হতে হবে। যেনতেন প্রকল্প নেয়া যাবে না।
ডিজেএফবি’র সভাপতি ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান, সহ-সভাপতি যুগান্তরের হামিদ-উজ-জামান প্রমুখ।