টিআইয়ের রিপোর্ট একপেশে ও অনেকটা রাজনৈতিক উদ্দেশ্যে : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৮ পিএম, ২৬ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ১১:২৯ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণা সূচক শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের বিষয়ে যা বলা হয়েছে, সেটিকে একপেশে ও অনেকটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
আজ বুধবার (২৬ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, পাকিস্তানের দুর্নীতির কথা সারা দুনিয়া জানে। সেখানে পাকিস্তানের নিচে দেখানো হয়েছে বাংলাদেশকে। এ তথ্য–উপাত্তগুলো বলে দেয়, এই রিপোর্ট একপেশে, ভুল তথ্যের ওপর ভিত্তি করে এবং অনেকটা রাজনৈতিক উদ্দেশ্যে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রাজনৈতিক স্বার্থে কাজ করে বলেও অভিযোগ করে তথ্যমন্ত্রী।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২১’ শীর্ষক প্রতিবেদন গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে টিআইবি সংবাদ সম্মেলন করে প্রতিবেদনের তথ্য তুলে ধরে, তাতে দেখা যায় বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এক ধাপ উন্নতি হয়েছে।
এবার বাংলাদেশের অবস্থান হয়েছে ১৩তম, যা গতবার ছিল ১২তম। তবে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এক ধাপ পিছিয়ে হয়েছে ১৪৭তম। গতবার ছিল ১৪৬তম। অবশ্য এ সূচকের মৌলিক বিষয় অর্থাৎ স্কোরের ক্ষেত্রে বাংলাদেশের কোনো অগ্রগতি নেই। এক শর মধ্যে বাংলাদেশের স্কোর ২৬। যা গতবারও একই ছিল। এমনকি গত চার বছরে স্কোরটি একই আছে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশের অবস্থান হতাশাজনক। কারণ, ১০ বছর ধরে প্রবণতা হলো স্কোরটি এক জায়গায় স্থবির হয়ে আছে।
প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী এবার ডেনমার্ক, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড কম দুর্নীতিগ্রস্ত দেশের বিবেচনায় শীর্ষে অবস্থান করছে। আর এবারও দক্ষিণ সুদান সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছে।