ভাষা সৈনিক রেজাউল করিমের মৃত্যুতে ইউট্যাবের শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৪ পিএম, ২১ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:৫৪ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিশিষ্ট ভাষা সৈনিক রেজাউল করিমের (৮৫) মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
আজ শুক্রবার (২১ জানুয়ারি) সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো: মোর্শেদ হাসান খান এক শোকবার্তায় বলেন, দেশমাতৃকার কৃতি সন্তান ও বায়ান্ন’র ভাষা আন্দোলনের বীর সেননী মরহুম রেজাউল করিমের মৃত্যুর সংবাদে আমরা ব্যথিত এবং শোকাহত। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের রেজাউল করিম সক্রিয় অংশগ্রহণ করেন। ওই সময়ে ঐতিহাসিক আমতলার সভায় অংশ নিয়ে তিনি ৪৪ ধারা ভঙ্গ করেন। সেখানে পুলিশের কাঁদানে গ্যাস ও লাঠিচার্জে আহত হন রেজাউল করিম। দীর্ঘদিন নানারোগ ভোগে তিনি আমাদের ছেড়ে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন।
নেতৃদ্বয় শোকবার্তায় বলেন, ভাষা সৈনিক মরহুম রেজাউল করিম তার জীবদ্দশায় সাধারণ জীবন যাপন করলেও তিনি দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে খচিত থাকবে। সদালাপী ও পরোপকারী হিসেবে তার খ্যাতি রয়েছে। বর্ণাঢ্য জীবনের অধিকারী মরহুম রেজাউল করিম সঙ্কীর্ণতার অনেক ঊর্দ্ধে উঠে দেশ ও মানুষের স্বার্থে যে ভূমিকা পালন করেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
ইউট্যাবের নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান। সেইসাথে মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাত নসিব করেন সেই দোয়া করেন।