ইসি গঠনে আইনের খসড়া অনুমোদন দিলো মন্ত্রিসভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৪ পিএম, ১৭ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৬:৪৮ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার (১৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আইনটি দু-একদিনের মধ্যে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে যাবে। সংসদে দ্রুত আইনটা পাস হবে বলে আশা করা যাচ্ছে। আইনে ৬ সদস্যের সার্চ কমিটি গঠনের কথা বলা হয়েছে। তারা হলেন- প্রধান বিচারপতি মনোনীত একজন সুপ্রিম কোর্ট ও একজন হাইকোর্টের বিচারপতি, অডিটর জেনারেল, পিএসসি চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট মনোনীত দুইজন বিশিষ্ট ব্যক্তি। খসড়া আইনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও অযোগ্যতা একই রাখা হয়েছে।
যোগ্যতার বিষয়ে আইনে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিক হতে হবে; বয়স কমপক্ষে ৫০ বছর হতে হবে; গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, বেসরকারি দপ্তরে ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অযোগ্যতার মধ্যে রয়েছে- আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত না হওয়া; দেউলিয়া ঘোষিত হওয়া এবং দায়মুক্ত না হওয়া; বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব থাকা বা আনুগত্যের ঘোষণা দেয়া (দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে বাধা নেই); নৈতিক স্খলন বা ফৌজদারি মামলায় অন্তত দুই বছরের সাজাপ্রাপ্ত হওয়া; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত হওয়া এবং রাষ্ট্রীয় বা সাংবিধানিক পদে অধিষ্ঠিত কর্মরত থাকা।