খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫২ এএম, ১৩ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৯:৫৫ পিএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম ভূঁইয়া তানুকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ রবিবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের কলাবাগান মিল্লাত চত্বর হতে বিক্ষোভ মিছিল বের হয় আদালত সড়ক এলাকায় পৌছলে পুলিশের বাঁধার মুখে সেখানে সমাবেশ করে।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, তানু দলের নিবেদিত কর্মী ছিলেন। কারা এ হত্যার সঙ্গে জড়িত ইতিমধ্যে প্রশাসন নিশ্চিত হয়েছে। আমরা চাই প্রশাসন অবিলম্বে তাদের গ্রেপ্তার করে সঠিক বিচার করবে। প্রশাসন ব্যর্থ হলে আগামীতে বিএনপি ওই খুনিদের বিচার করবে।
খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সাগর নোমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা বিএনপির সদস্য নাছির উদ্দিন মৃধা, সদর উপজেলা বিএনপির সভাপতি অশোক মজুমদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সেলিম খাঁন ও সাংগঠনিক সম্পাদক হৃদয় নূর, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদীকা আকলিমা খনম সহ প্রমুখ নেতৃবৃন্দ।