নওগাঁর মহাদেবপুরে রাজশাহী বিভাগীয় সন্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪০ এএম, ১৩ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৩:৩৭ পিএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি"র) কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক ঘোযিত আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল শনিবার ১২ নভেম্বর বিকেল ৩ ঘটিকায় দলিয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট।
অন্যদের মধ্যে বক্তব রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সহ সভাপতি কামরান মালিক খাঁন,মহির উদ্দীন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ও এসএম হান্নান।
আরোও বক্তব রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর সদর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল মান্নান চৌধুরী দুলাল, খাজুর ইউনিয়ন শাখার সভাপতি আমিনুর রহমান বিশ্বাস বাদল, হাতুড় ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল গফুর মাস্টার, চাঁন্দাশ ইউনিয়ন শাখার সভাপতি মিজানুর রহমান, এনায়েতপুর ইউনিয়ন শাখার সভাপতি এরশাদ আলী, চেরাগপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বদিউজ্জামান সবুজ,ভীমপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, রাইগাঁ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুন্জুরুল আলম মুন্জু প্রমুখ।
এছাড়াও বক্তব রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক কাজী আব্দুস সোবহান, গোলাম ইয়াজদানী সাম্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক শাকিল ইসলাম।
প্রস্তুতি সভার সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার ১ নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।